জীবনের জন্য ১৫ মিনিটের ‘সুবিধাজনক বৃত্ত’, এতে মানুষের বৃত্তাকার সুখী জীবন দেখুন
জীবনের জন্য ১৫ মিনিটের ‘সুবিধাজনক বৃত্ত’, এতে মানুষের বৃত্তাকার সুখী জীবন দেখুন
2023-03-01 14:31:51


আপনি কি নিত্যদিন কিছু ছোট ব্যাপার, যেমন- জুতো মেরামত করা এবং চাবি ম্যাচিং করাসহ ইত্যাদি ‘ছোট সমস্যার’ মুখে পড়েন? বাসার দরজার সামনে দাঁড়িয়ে কীভাবে দ্রুত এসব ছোট কাজ ঠিকঠাক করা যায়? নিঃসন্দেহে আমাদের কাছে তা জরুরি বিষয়। কারণ, এটি প্রায়শই করতে হয়। এটা আমাদের জীবনের সুবিধার মান বাড়ায়। আজকের অনুষ্ঠানে আমি চীনের ‘১৫ মিনিটের জীবনের সুবিধাজনক বৃত্ত’ নিয়ে কথা বলবো।

 তাহলে ‘জীবনের জন্য ১৫ মিনিটের সুবিধাজনক বৃত্ত’ মানে কি? এর মানে হলো ১৫ মিনিটের মধ্যে পেনশন, চিকিত্সা, শিক্ষা, শপিং, পরিবহণ, ফিটনেস ও বিনোদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারা। কথা দিতে পারি, এ ব্যবস্থা জনসাধারণের জন্য আরও সমৃদ্ধ, সুবিধাজনক ও উন্নতমানের জীবন উপহার দেবে। এর মাধ্যমে জনসাধারণের সুখ-বোধ এবং নিরাপত্তাবোধ বাড়বে’।

এটি শুধু সুন্দর স্বপ্ন নয়। ২০২১ সালে ‘জীবনের জন্য ১৫ মিনিটের সুবিধাজনক বৃত্ত’ প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত, গোটা চীনে ৮০টি পরীক্ষামূলক এলাকায় ১৪০২টি এমন ধরণের ‘সুবিধা বৃত্ত’ তৈরি করা হয়েছে। আবাসিক এলাকার ২৭৬৬টি কমিউনিটি এবং এর ৩ কোটি ২০ লাখেরও বেশি অধিবাসী এর সুবিধা পেয়েছেন।

‘বর্তমান বেইজিংয়ে ৩১টি এমন ‘সুবিধা বৃত্ত’ প্রতিষ্ঠিত হয়েছে। সবাই এর সুবিধা ভোগ করেছে। বেইজিং পৌর বাণিজ্য ব্যুরো জানায়, ২০২১ সালের শেষ দিকে বেইজিংয়ের অধিবাসীদের সুবিধাজনক ব্যবসায়িক কেন্দ্রের সংখ্যা ৯০ হাজারেরও বেশি হবে। ২০২৫ সাল নাগাদ ‘জীবনের জন্য ১৫ মিনিটের সুবিধাজনক বৃত্ত’ সম্পূর্ণ বেইজিংয়ে ছড়িয়ে পড়বে। পাশাপাশি, এই বৃত্ত পরিকল্পনা ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার শহর ও গ্রাম কমিউনিটি সেবা ব্যবস্থা-সংক্রান্ত কার্যক্রমে’ অন্তর্ভুক্ত করেছে চীনের চিয়াং সু প্রদেশ। এর সংশ্লিষ্ট পরীক্ষামূলক এলাকা হিসেবে চীনের শানতুং, শানসি এবং অনেক প্রদেশও এর প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নিচ্ছে।’

 ফা্ইভ-জি যুগে প্রবেশ করেছি আমরা, এই ‘জীবনের জন্য ১৫ মিনিটের সুবিধাজনক বৃত্ত’ এখন শুধু ধারণা নয়; বরং, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ শুরুর রাস্তায় এটি ছোট স্টলের মতো। এর মধ্য দিয়ে আমাদের যুগের অনুভূতি ফুটে উঠেছে।

‘সবাই বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার বাসার দরজার সামনে প্রয়োজনীয় জুতো মেরামত ও চাবি ম্যাচিংয়ের দোকান খুঁজে বের করতে পারে। তাদের দক্ষতা বেশি, সবাই পুরানো কারিগর। সবচেয়ে কম সময়ের মধ্যে আপনি সবচেয়ে সন্তোষজনক সেবা নিতে পারেন। আর এভাবেই আমাদের বসবাসের খরচ অনেক কমছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশ জাতীয় কংগ্রেসের রিপোর্টে বলা হয়, জীবিকার কল্যাণ এগিয়ে নিতে হবে, জনগণের জীবনযাত্রার গুণগত মান বাড়াতে হবে এবং জনসাধারণের জন্য জরুরি ও কঠিন ইস্যুগুলো সমাধান করতে হবে।

‘জীবনের জন্য ১৫ মিনিটের সুবিধাজনক বৃত্ত’ প্রতিষ্ঠা-  ‘জনগণকে কেন্দ্র করে’ এই উন্নয়নের চিন্তাধারা কাজে লাগানোর একটি ব্যবস্থা। এ প্রক্রিয়ায় জনগণকে আরও সুখের জীবন দেওয়া যাবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)