আজকের টপিক: ব্রাজিলে ‘ব্রিক্সভুক্ত দেশগুলোর’ উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি’র চীনা প্রস্তাবের সুদূরপ্রসারী প্রভাব
আজকের টপিক: ব্রাজিলে ‘ব্রিক্সভুক্ত দেশগুলোর’ উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি’র চীনা প্রস্তাবের সুদূরপ্রসারী প্রভাব
2022-05-12 18:38:46

মে ১২: ২০১৯ সালের ১৪ নভেম্বর ব্রিক্সভুক্ত দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে ‘সহযোগিতার নতুন অধ্যায় তৈরির প্রচেষ্টা’ শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস দেশগুলোকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে; বহুপাক্ষিকতা সমর্থন ও অনুশীলন করতে হবে; এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল নিরাপদ পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

বহুপাক্ষিকতার বিষয়ে প্রেসিডেন্ট সি’র ভাষণ শুধুমাত্র ব্রিকসের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার পথ নির্দেশ করেনি, বরং ২০০৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক্স প্রক্রিয়া দ্বারা প্রতিষ্ঠিত দ্বিতীয় ‘সুবর্ণ দশক’-এর জন্য অবিচ্ছিন্ন ও শক্তিশালী অনুপ্রেরণা যুগিয়েছে।

কোভিড-১৯ মহামারীর বৈশ্বিক প্রাদুর্ভাবের আগে ব্রিকস নেতাদের এগারোতম বৈঠকটি ছিল ব্রিকস নেতাদের মধ্যে শেষ মুখোমুখি বৈঠক। বিশ্ব অর্থনীতির বিকাশ এবং আন্তর্জাতিক প্যাটার্নের বিবর্তনও একটি সংকটময় মুহূর্তে ছিল। ব্রাজিলিয়ান সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক রনি লিন্সের মতে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বহুপাক্ষিকতা চর্চার প্রস্তাব, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার ধারণা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ।

 ‘বহুপাক্ষিকতা, যা প্রেসিডেন্ট সি চিনপিং দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছেন, নতুন যুগে বিকাশের সর্বোত্তম উপায়। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে, আমরা বিশ্বায়নে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এবং সামাজিক বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বহুপাক্ষিকতার ধারণায় সকল দেশকে সুস্পষ্ট লক্ষ্যে একত্রিত করতে, বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং অর্থনৈতিক, সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন প্রচার করতে হবে।"

বিগত তিন বছরে, বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রিকস দেশগুলো তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কোভিড-১৯ মহামারীর কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। চীন সত্যিকারের বহুপাক্ষিকতাবাদের প্রস্তাবকে ক্রমাগত অনুশীলন করেছে এবং ব্রিকস সহযোগিতার কাঠামোর মধ্যে আন্তর্জাতিক মহামারী বিরোধী সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে গেছে।

২০২২ সালের ২২ মার্চ ব্রিক্স দেশগুলোর টিকা গবেষণা কেন্দ্র চালু হয়। চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ভারত এবং ব্রাজিল টিকার যৌথ গবেষণা ও উন্নয়ন, পরীক্ষা, সমবায় কারখানা নির্মাণ, এবং উত্পাদনের অনুমোদন দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে গভীর আদান-প্রদান ও সহযোগিতা করেছে। এটি গণস্বাস্থ্য সহযোগিতা এবং টিকা গবেষণা ও সহযোগিতায় ব্রিক্স দেশগুলোর আরেকটি দৃঢ় পদক্ষেপ এড়ানোর প্রতীক। এই বিষয়ে, ব্রাজিলের ভার্গাস ফাউন্ডেশনের ব্রাজিল-চীন গবেষণা কেন্দ্রের পরিচালক ইভান্দ্রো কারভালহো বলেছেন, কোভিড ১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের হাতে হাত রেখে কাজ করার মধ্য দিয়ে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার  গুরুত্ব তুলে ধরা হয়। এই সম্পর্কে তিনি বলেন

“বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য সমস্ত দেশের মধ্যে সহযোগিতার যে প্রয়োজন, তা কোভিড-১৯ প্রাদুর্ভাব খুব স্পষ্টভাবে দেখিয়েছে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র চীন ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করেছে, অন্য দেশগুলি নিয়ন্ত্রণে অবহেলা করেছে, যা বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে কার্যকর নয়। অতএব, মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার ধারণাটি আজকের বৈশ্বিক সমস্যার মুখোমুখি হওয়ার জন্য ক্রমবর্ধমান একটি প্রয়োজনীয় শর্ত হয়ে উঠছে।"

প্রেসিডেন্ট সি চিন পিং যে প্রযুক্তিগত উদ্ভাবন-সম্পর্কিত পাওয়ার পয়েন্টগুলি নির্দেশ করেছেন তার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, আন্তঃসংযোগ এবং অন্যান্য ক্ষেত্র। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য সংযোগ একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ইভান্দ্রো কারভালহো বিশ্বাস করেন যে, চীনের ‘এক অঞ্চল, এক পথ’উদ্যোগটিকে সামনে রাখা হলে প্রাসঙ্গিক দেশগুলির অর্জনগুলি বিশ্বের কাছে স্পষ্ট হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)