এপ্রিল ৪: চলতি সপ্তাহের শুরুতে, দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গের্জে জেলায় হাজার হাজার তিব্বতি হরিণ দেখা গেছে। ছিংহাই-তিব্বত মালভূমিতে বসবাসকারী এ প্রাণীটি চীনে ব্যাপকভাবে সুরক্ষিত। বিগত কয়েক দশক ধরে, দেশটি এই প্রজাতি রক্ষার জন্য কাজ করার ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি করেছে, যা একসময় নিয়মিত শিকার করা হতো।
(ইয়াং/আলিম/ছাই)