শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২০ বছর: সদস্যদেশসমূহের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে ২০ গুণ-China Radio International
শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২০ বছর: সদস্যদেশসমূহের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে ২০ গুণ
2021-09-22 11:02:29

সেপ্টেম্বর ২৩: গত ১৭ সেপ্টেম্বর শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীর শীর্ষ সম্মেলন তাজিকিস্তানে অনুষ্ঠিত হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু ইয়ু থিং ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার পর বিগত ২০ বছরে বিভিন্ন সদস্যদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত হয়েছে। বিগত ২০ বছরে এই সংস্থার সদস্যদেশসমূহের সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ বেড়েছে ২০ গুণ।

মুখপাত্র শু ইয়ু থিং বলেন, ২০০১ সালে, চীন এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ২৪৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাণিজ্যের পরিমাণ ২০ বছরে ২০ গুণ বেড়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে, চীন ও এই সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৮০.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। তিনি বলেন

‘২০২১ সালের জুলাই মাসের শেষ দিক পর্যন্ত, শাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন সদস্যদেশসমূহে চীন বিভিন্ন খাতে পুঁজি বিনিয়োগ করেছে ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই সংস্থার আওতায় ঋণ দেওয়া হয়েছে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। পাশাপাশি, ৫ বিলিয়ন মার্কিন ডলারের ‘চীন-ইউরেশীয় অর্থনৈতিক সহযোগিতা তহবিল’ গড়ে তোলা হয়েছে। এর সাহায্যে তেল-গ্যাস, বিদ্যুত্, রাসায়নিক, কৃষি ও জীবিকাসহ বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও হচ্ছে।’

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসের শেষ দিক পর্যন্ত, শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঠিকা প্রকল্পে বিনিয়োগ ছিল ২৯০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এসব প্রকল্পের মধ্যে আছে চীন-মধ্য এশিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন; চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান সড়ক; চীন-রাশিয়া রেলপথ সেতু; এবং হেইহে সড়ক সেতুসহ বিভিন্ন অবকাঠামো।

তা ছাড়া, চলতি বছরের প্রথম আট মাসে, চীন-ইউরোপ রুটে মালবাহী ট্রেনের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।

শু ইয়ু থিং বলেন, বর্তমান চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরে বিভিন্ন পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে ‘চীন-এসসিও স্থানীয় আর্থ ও বাণিজ্য সহযোগিতা সংক্রান্ত দৃষ্টান্তমূলক এলাকা’ স্থাপন করছে চীন। চলতি বছরের এপ্রিল মাসে শাংহাই সহযোগিতা সংস্থার আন্তর্জাতিক পুঁজি বাণিজ্য মেলা আয়োজন করা হয়। এতে শাংহাই সহযোগিতা সংস্থার বাণিজ্যের সূচক প্রকাশিত হয়। এই সম্পর্কে তিনি বলেন , পরবর্তীতে শাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথ প্রচেষ্টা করে অব্যাহতভাবে ‘পারস্পরিক আস্থা, পারস্পরিক কল্যাণকর, সমান, আলোচনা, বহুমুখী সভ্যতা সম্মান করা এবং যৌথ উন্নয়ন সন্ধান করা’ এই ‘শাংহাই চেতনা’ কাজে লাগাবে চীন, যাতে শাংহাই সহযোগিতা সংস্থার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় আরও বেশি বাস্তব ফলাফল অর্জন করা যায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)